নূর ইসলাম,বিরামপুর(দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুর বিরামপুরে পৌর পূজা উদযাপন কমিটির উদ্যোগে পৌর শহরের ১০ টি মন্দিরে ভোগ দেওয়ার জন্য
পরাত উপহার দেওয়া হয়েছে। শুক্রবার ( ২০ অক্ট:) সন্ধ্যা ৭ টার দিকে পৌর শহরের পাহান
পাড়া র্দূগা মন্দির থেকে শুরু করে করে । কেন্দ্রীয় শ্রী শ্রী হরি বারোয়ারী মন্দির, নতুন বাজার শীব দূর্গামন্দির, শালবাগান কালী মন্দিরসহ ১০ টি মন্দিরে এ উপহার দেন বিরামপুর পৌর পূজা উদযাপন কমিটি। এসময় উপস্থিত ছিলেন, বিরামপুর পৌর পূজা উদযাপ কমিটির সাধারণ সম্পাদ উত্তম কুমার দাস, প্রচার সম্পাদক সবুজ কুমার প্রসাদ, কোষাধ্যক্ষ পিন্টু কুমার কুন্ডু, সহ—কোষাধ্যক্ষ সুজয় কুমার পাল,গন সংযোগ সম্পাদক সন্দীপ দাস, সহ আইন বিষয়ক সম্পাদক অন্তর কুমার কুন্ডু, কার্যকারী সদস্য উজ্জ্বল সরকার, মুক্তার রঞ্জন সাহা প্রমুখ।