রংপুর প্রতিনিধিঃ
সারাদেশে উদ্যোক্তা তৈরি ও কৃষি শিল্প বিকাশে প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়েছে রংপুরের কাউনিয়ায়। শনিবার (২১ অক্টোবর) দ্বিতীয় দিনের মতো দিনব্যাপী কাউনিয়া উপজেলার মীরবাগের কুর্শা ইউনিয়নের নলঝুড়ি এলাকায় উৎসাহ সলিউশনস লিমিটেডের আয়োজনে এই প্রশিক্ষণ ও কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় স্থানীয় গ্রামীন নারী ও শিক্ষার্থীরা অংশ নিয়ে প্রশিক্ষণ নেন। এ সময় কৃষি শিল্প উদ্যোক্তা তৈরিতে গ্রামীণ নারীদের বিভিন্নরকম প্রশিক্ষণ দেন উৎসাহ সলিউশনসের প্রশিক্ষক ও স্থানীয় SAO গণ৷ প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট বিতরণ করা হয়।
উৎসাহ সলিউশনসের কনসালটেন্ট রতন চন্দ্র প্রধান বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশনায় উদ্বুদ্ধ হয়ে আমরা এ মাল্টি-লেয়ার সিস্টেমে প্রশিক্ষণ প্রদান করছি, যাতে নিকট ভবিষ্যতে কৃষিশিল্প উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনীতিতে অভূতপূর্ব সাফল্য আসবে। নিত্য প্রয়োজনীয় দ্রব্যের উপরে চাপও কমে আসার পাশাপাশি বিদেশে পণ্য রপ্তানি সম্ভব হবে।
কর্মশালায় ডিপ্লোমা কৃষিবিদ মোঃ মোজাম্মেল হক, আইডিয়া ক্রিয়েটর রতন প্রধান, কনক দেবনাথ ফোন দেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও উৎসাহ সলিউশনস্ লি. এর চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক উপস্থিত ছিলেন।