রংপুর প্রতিনিধিঃ
সারাদেশের ন্যায় রংপুরের তারাগঞ্জেও হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব দুর্গা পূজা উদযাপন শুরু হয়েছে। দূর্গা পূজা উৎসব উদযাপন উপলক্ষে বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির ১নং যুগ্ম সাধারণ সম্পাদক কৃষিবিদ বিশ্বনাথ সরকার বিটু তারাগঞ্জের উৎসব মুখরিত বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
পাঁচ শতাধিক মোটরসাইকেলের একটি মহড়া তারাগঞ্জ উপজেলার সয়ার উচ্চ বিদ্যালয় মাঠ থেকে যাত্রা শুরু করে উপজেলার বিভিন্ন ইউনিয়নে অনুষ্ঠিতব্য পূজা মণ্ডপ গুলো পরিদর্শন করেন।
পরিদর্শনকালে, বাংলাদেশ কৃষক লীগ তারাগঞ্জ উপজেলা শাখার আহবায়ক- রতন কুমার রায়, যুগ্ম আহবায়ক- মমিনুল সরকার, সদস্য সচিব- আতিকুর রহমান আরজ, সদস্য, বিপ্লব রায়, হিরম্ব কুমার সরকার হিরো, তাপস কুমার, সঞ্জিত সেন, বুলবুল সারোয়ার সোনা, বাংলাদেশ কৃষক লীগের তারাগঞ্জ উপজেলাধীন ৫ ইউপি‘র সভাপতি, সাঃ সম্পাদকসহ ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও আওয়ামী লীগের বিভিন্ন সদস্য, শুভাকাঙ্খি উপস্থিত ছিলেন।