দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে মৌলভীবাজার সদর থানা এলাকা থেকে ২৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ উদ্ধার করা হয়েছে। এসময় রায়হান আহমেদ কদর (২৩) নামে ১জনকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে মৌলভীবাজার শহরের পূর্ব গীর্জাপাড়া এলাকার লিচু মিয়ার কলোনীর ৬ নং কক্ষে অভিযান পরিচালনা করে। এসময় ঘটনাস্থল থেকে রায়হান আহমেদ কদরকে আটক করা হয়।

তার দেহ তল্লাশী করে তার পরনের প্যান্টের পকেট থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

পরে কলোনীর ০৬ নং কক্ষে তল্লাশি পরিচালনা করে জনৈক পলাতক আসামির খাটের তোশকের নিচ থেকে একটি বায়ুরোধক পলিথিনের ভেতর থেকে আরও ১৯০ পিসসহ মোট ২৭০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

আটককৃত রায়হান আহমেদ কদর মৌলভীবাজার সদর থানাধীন শ্যামেরকোনা গ্রামের গফুর মিয়ার ছেলে।

এ ঘটনায় জেলা গোয়েন্দা শাখার এএসআই মোঃ সাহাব উদ্দিন বাদী হয়ে আটককৃত রায়হান আহমেদ কদর ও পলাতক ব্যক্তির বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ১০(ক)/৪১ ধারায় মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।
এ বিষয়ে নিশ্চিত করতে মৌলভীবাজার জেলা ডিবি শাখার ইনচার্জ মোঃ আশরাফুল ইসলাম সত্যতা নিশ্চিত করেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version