পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি ঃ
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ডাচ্ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট শাখার তথ্য হালনাগাদ ও গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে পীরগঞ্জ আউটলেট ব্রাঞ্চ অফিসে ব্রাঞ্চ ম্যানেজার জহিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, ডাচ্ বাংলা ব্যাংকের ঠাকুরগাঁও এরিয়া ম্যানেজার জিয়াউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, গ্রাহক লিয়াকত আলী প্রমূখ। এ সময় ডাচ্ বাংলা ব্যাংকের পীরগঞ্জ আউটলেট শাখার রিলেশনশিপ অফিসার এনাইতুল্লাহ, এসিসটেন্ট রিলেশনশিপ অফিসার নাসিরুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী ইয়াকুব আলী, আব্দুল খালেক সহ অন্যান্য গ্রাহক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।