গোলাপ খন্দকার সাপাহার(নওগাঁ) প্রতিনিধিঃ
বাংলাদেশ কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাপাহার উপজেলা শাখার মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে।
বুধবার জেলা পরিষদ হল রুমে উক্ত মত বিনিময় সভা অনুষ্টিত হয়। কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাপাহার উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান বাদল এর সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি নওগাঁ জেলা শাখার সভাপতি আতাউর রহমান খোকা, সহ-সভাপতি সাদেকুর রহমান লিংকন,স্বপণ কুমার পোদ্দার,মাসুদ হামদার টিপু, কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতি সাপাহার উপজেলা শাখার সহ সভাপতি আরব,মজিদ,খাদেমুল প্রমুখ।
এসময় কেমিস্ট এন্ড ড্রাগিস্ট সমিতির নেতারা বলেন,সাপাহারে প্রায় সকল ফার্মেসির লাইসেন্স প্রাপ্ত এবং যারা এখনও ফার্মেসি ব্যবসায় সম্পৃক্ত তারা সরকারী বিধি মোতাবেক তাদের ফার্মেসির রেজিস্টার সম্পন্ন করুন, নতুবা আন-রেজিস্টার ফার্মেসির বিরুদ্ধে কটোর ব্যবস্থা নেয়া হবে।