কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার বিভিন্ন চা বাগানের ২৫টি পূজামণ্ডপে ১ বস্তা (৫০ কেজি) করে ডাল বিতরণ করেছেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা। বুধবার(১৮ অক্টোবর) দুপুর ১টায় কমলগঞ্জ উপজেলার পাত্রখোলা চা বাগান পূজা মণ্ডপ, বেলা ২টায় আলীনগর চা বাগানের ১নং সাবর্বজনীন পূজামণ্ডপ ও বিকাল ৩টায় মৃর্ত্তিঙ্গা চা বাগান পূজামণ্ডপে গিয়ে বিভিন্ন চা বাগান পূজামণ্ডপগুলোর সভাপতি-সম্পাদকের হাতে এই শুভেচ্ছা উপহার তুলে দেন তিনি।
আলীনগর চা বাগানের ১নং সাবর্বজনীন পূজামণ্ডপ প্রাঙ্গণে শুভেচ্ছা উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রেমসাগর হাজরা, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক বিজয় হাজরা, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, মাসিক চা মজদুর পত্রিকার সম্পাদক সীতারাম বীন, আলীনগর ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সজল কৈরী, সাংবাদিক সালাহউদ্দিন শুভ প্রমুখ।
এ সময় প্রেমসাগর হাজরা বলেন, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহাপ্রসাদ তৈরীর জন্য শ্রীমঙ্গল উপজেলার সকল পূজামণ্ডপে ও কমলগঞ্জ উপজেলার চা বাগান অধ্যুষিত ২৫টি পূজামণ্ডপে ১ বস্তা (৫০ কেজি) করে ডাল উপহার দিয়েছি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সবার জীবনে শান্তির বার্তা নিয়ে আসুক।