স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলার বেনাপোল থানার পদ্মবিলা নামক স্থানের ধানক্ষেত থেকে ইজিবাইক চালক সজীব গাজী (২৬)র গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

আজ বুধবার (১৮ অক্টোবর) ভোরে উক্ত উপজেলার পদ্মবিলা নামক বিলে স্থানীয় লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
নিহত সজীব গাজী বেনাপোল পোর্টা থানার উত্তর গয়ড়া গ্রামের শহীদ গাজীর ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার আনুমানিক ভোর ছয়টার দিকে স্থানীয় লোকজন পদ্মবিলা বিলের মধ্যে গলাকাটা লাশটি দেখতে পেয়ে খবর দেয়।

নিহতের স্বজনদের দাবি, সজীব গাজী ইজিবাইক চালিয়ে জীবিকা নির্বাহ করে এবং প্রতিদন রাত ১১ টা পর্যন্ত ইজিবাইক চালিয়ে বাড়িতে ফিরে আসে।কিন্তু গতকাল রাতে আর বাসায় ফেরেনি। ছিনতাইকারীরা ইজিবাইক ছিনতাই করার সময় গলাকেটে হত্যা করে লাশ ধানক্ষেতে ফেলে রেখে গেছে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভুইয়া সাংবাদিকদের বলেন, উত্তর গয়ড়া থেকে এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করা হয়েছে। কিভাবে হত্যাকান্ডটি হয়েছে সেটি এখনো বলা যাচ্ছে না।
এদিকে হত্যাকাণ্ডের ঘটনায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন ‌।

Share.
Leave A Reply

Exit mobile version