দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সভাপতি মো. সাইদুর রহমান সুজাতকে কুপিয়েছে পদবঞ্চিতরা। এসময় সহসভাপতি সহসভাপতি নেছার আহমদসহ আরো ২জন আহত হন। বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন।

মঙ্গলবার (১৭ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে শ্রীমঙ্গল চৌমুহনায় এই ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ১৬ অক্টোবর শ্রীমঙ্গলের উপজেলা, পৌর ও কলেজ ছাত্রলীগের এক বছরের মেয়াদে কমিটি দেয় মৌলভীবাজার জেলা ছাত্রলীগ। এরপর থেকেই পদ বঞ্চিতদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছিল। মঙ্গলবার নতুন কমিটির নেতৃবৃন্দ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। পরে আনন্দ র‌্যালি করতে গেলে পদবঞ্চিতদের মধ্যে কথাকাকাটি ও ধস্তাধস্তি হয়।
একপর্যায়ে পদবঞ্চিত নেতা সাজ্জাদ, তছলিম ও নাহিদের নেতৃত্বে নবগঠিত শ্রীমঙ্গল উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. সাইদুর রহমান সুজাতকে ছুরিকাঘাত করা হয়। এসময় উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নেছার আহমদ ও ছাত্রলীগকর্মী জোবায়ের আহমদ আহত হন।

ঘটনার সাথে সাথে তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

মৌলভীবাজার হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দিয়ে সুজাতকে ও নেছারকে উন্নত চিকিৎসার জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। শেষ খবর পাওয়া পর্যন্ত রাত ১১ টার দিকে একটি অপরেশন হয়।

এবিষয়ে মৌলভীবাজার জেলা ছাত্রলীগের সভাপতি আমিরুল হোসেন চৌধুরী আমিন ও সাধারণ সম্পাদক মাহবুব আলমের মুঠোফোনে কল দিলে তারা কল রিসিভ করেন নি।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, পদবঞ্চিতদের হামলায় তিন জন আহত হওয়ার খবর জেনেছেন। পুলিশ সাথে সাথে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version