শেখ রাসেল দীপ্তিময়, নির্ভীক নির্মল দুর্জয়’এই প্রতিপাদ্য বিষয় নিয়ে ঝালকাঠির নলছিটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে র্যালি,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো.সিদ্দিকুর রহমান।
নলছিটি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নজরুল ইসলামের সভাপতিত্বে পৌরসভার মেয়র আব্দুল ওয়াহেদ কবির খান, নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.শিউলি পারভীন, কৃষি কর্মকর্তা সানজিদ আরা শাওন প্রমুখ উপস্থিত ছিলেন।
১৯৬৪ সালের এই দিনে ধানমন্ডির ঐতিহাসিক ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবনে শেখ রাসেল জন্মগ্রহণ করেন।
১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার ঘৃণ্য শত্রু খুনি-ঘাতক চক্রের নির্মম বুলেটের হাত থেকে রক্ষা পায়নি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলও। রাসেল তখন ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণীর ছাত্র।