মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট প্রতিনিধিঃ
জয়পুরহাট রেলষ্টেশনে ঢাকাগামী আন্তঃনগর নীলসাগর এক্সপ্রেস ট্রেনে তল্লাশী চালিয়ে ১৩৮ বোতল ভারতীয় ফেন্সিডিল সহ ৪ নারী মাদককারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের সদস্যরা।
১৭ অক্টোবর মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। সকালে র্যাবের এক প্রেসবিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলো দিনাজপুরের বিরামপুর উপজেলার জগন্নাথপুর গ্রামের মৃত হানিফের মেয়ে আনোয়ারা (৪৪), একই গ্রামের মনসুর রহমানের মেয়ে মনোয়ারা বেগম(৩৬), মৃত সেকেন্দার আলীর মেয়ে মেরিনা (৪৬) ও মৌপুকুর গ্রামের বেলাল হোসেনের স্ত্রী ইতি (২৭)।
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মেজর মোঃ শেখ সাদিক জানান, চিলাহাটি হতে ঢাকাগামী নীলসাগর আন্তনগর ট্রেনে উক্ত নারী মাদককারবারীরা অভিনব কায়দায় ফেন্সিডিল নিয়ে ঢাকা যাচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ট্রেনটি ষ্টেশনে পৌছালে র্যাব ক্যাম্পের একটি দল রেল ট্রেনের একটি কামরা তল্লাশী করার সময় মাদকবহনকারী ঐ ৪ জন নারী ট্রেনের বগি হতে কৌশলে পালানোর চেষ্টা করে। এসময় নারী পুলিশের সহায়তায় তাদেরকে আটক করে দেহ তল্লাশীকালে ১৩৮ বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী সান্তাহার রেলওয়ে থানায় মামলা রুজু করা হয়েছে।
তারিখঃ ১৭/১০/২০২৩ইং