আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে মনোনয়ন ফরম এবং প্রতীকের পোস্টারসহ ইত্যাদি নির্বাচনী সামগ্রীর চূড়ান্ত মুদ্রণ/ছাপাতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে মুদ্রণ হতে যাওয়া সামগ্রিক বিষয়গুলো যাচাই-বাছাইয়ের জন্য প্রুফ দেখতে পাঁচ সদস্যের কমিটি গঠন করেছে সংস্থাটি।

ইসির সংস্থাপন শাখার উপসচিব মো. হেলাল উদ্দিন খান সোমবার (১৬ অক্টোবর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করেছেন।

কমিটির সদস্যরা হলেন- ইসির উপসচিব মুহাম্মদ মোশারফ হোসেন, মোহাম্মদ মুঞ্জুরুল আলম, সিনিয়র সহকারী প্রধান মোহাম্মদ মাহ্বুব আলম, সিনিয়র সহকারী সচিব রৌশন আরা বেগম ও নির্বাচন কর্মকর্তা জেবুন নাহার।

অফিস আদেশে বলা হয়েছে, এ কমিটি সংসদ নির্বাচনের মনোনয়নপত্রসহ ফরম, প্যাকেট, পরিচয়পত্র, আচরণবিধি, প্রতীকের পোস্টার ও নির্দেশিকা ইত্যাদি নির্বাচন সামগ্রী চূড়ান্ত মুদ্রণের আগে যাচাই-বাছাই ও প্রুফ দেখবেন।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল ইতোমধ্যে জানিয়েছেন, আগামী নভেম্বরে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। আর ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথম সপ্তাহে হবে ভোটগ্রহণ।

Share.
Leave A Reply

Exit mobile version