স্টাফ রিপোর্টার : শারদীয় দুর্গাপূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে উদযাপনের লক্ষে পূজা উদযাপন পরিষদ ও ৬৬টি পুজা মন্ডপের নেতৃবৃন্দের সাথে প্রস্ততিমূলক সভা করেছে উপজেলা প্রশাসন। সোমবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে সর্বস্তরের অংশগ্রহনে এ সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভাবে শারদীয় দুর্গাপুজা অনুষ্ঠিতের লক্ষে ইউএনও মো. আরিফুল ইসলাম প্রিন্স এর সভাপতিত্বে প্রধান অতিথি‘র বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান জান্নাতুল ফেরদৌস আরা ঝুমা। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুজা উদযাপন পরিষদের সভাপতি এ্যডভোকেট মানেশ চন্দ্র সাহা, সাধারণ সম্পাদক নির্মলেন্দু সরকার বাবুল, ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম, আলম সরকার, রফিকুল ইসলাম রুহু, পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিপ্লব মজুমদার, উপজেলা ভাইসচেয়ারম্যান পারভীন আক্তার, বীর মুক্তিযোদ্ধা সোহরাব হোসেন তালুকদার, ওসি উত্তম কুমার দেব প্রমুখ।
দুর্গাপুর উপজেলা এবার ৬৬টি পুজা অনুষ্ঠিত হবে। সকল পুজা মন্ডপে সিসি ক্যামেরা, নিজ নিজ দায়িত্বে সেচ্ছাসেবক দল নিয়োগ দেয়ার আহবান জানানো হয়।