কে এম মাহমুদ হোসেন, পাংশা( রাজবাড়ী) প্রতিনিধি:
বিশ্ব হাত ধোয়া দিবস পালন উপলক্ষে নানা কর্মসূচির আয়োজন করে রাজবাড়ীর পাংশা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর । বিকেলে উপজেলা পরিষদ চত্বর থেকে র ্যলি শেষে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ মিলনায়তনে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাফর সাদিক চৌধুরী সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মোহাম্মদ নাসির উদ্দিন মোল্লা। এ সময় বিভিন্ন দপ্তরের প্রধানগণ, শিক্ষকবৃন্দ সাংবাদিক ও নানা শ্রেণী পেশার লোক উপস্থিত ছিল।
বক্তাগণ হাত ধোয়ার গুরুত্ব এবং করোনা কালীন সময়ের কথা উল্লেখ করে বলেন, হাত ধোয়া আমাদের শরীরের ভিতরে জীবাণু প্রবেশে বাধা প্রদান করে। আমরা কালীন সময়ে বুঝতে পেরেছি এর গুরুত্ব কতটুকু। সামনের দিনগুলোতে পরিবারের সবাইকে নিয়ে আমরা সচেতন থাকবো এই প্রত্যাশা ব্যক্ত করেন বক্তাগণ।
ছাত্র-ছাত্রীদের মধ্যে হাত ধোয়ার সঠিক নিয়ম সম্পর্কে অবহিত করণ করা হয়।