টোকাই
লেখক- সুমাইয়া
টোকাই  টোকাই  অনেক  টোকাই
ঘুরে  ফেরে যেথায়  সেথায়
অধাহারে কাটে সারাদিন !
কেউবা কুড়ায় পলিথিন
পতিদিনের তাদের  যোগাড়
বাসি এবং নোংরা খাবার
কেউবা কুড়ায়  আর্বজনা।
কেউতো এদের  খোঁজ  রাখেনা
রাতের  বেলায় রেলস্টেশনে
ঘুমায় এরা আপন মনে !
পলাটফমে চায়ের  দোকানে
কতেক টোকাই  জামাটানে
বড়বাবু ভিড় ঠেলে  যায়।
পা ধরেছে তার নোংরা  টোকাই
এসব করে আর কতদিন
থাকবে এরা ভাগ্যহীন ।
জানেনা এরা  ভাবেনা এমন
কি হবে এদের  ভবিষ্যৎ  জীবন ?


