তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

বাঙ্গালী সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে এ বিশেষ আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় মৌলভীবাজারের শ্রীমঙ্গল শহরের জেলা পরিষদ মিলনায়ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ডা. আব্দুস শহীদ এমপি আইনশৃঙ্খলা ওপর নির্দেশনা মূলক বক্তব্য প্রদান করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ভানু লাল রায়, সিনিয়র সহকারী পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) আনিসুর রহমান, শ্রীমঙ্গল থানার ওসি মো: জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব ভেবুল, সভাপতি-শ্রীমঙ্গল উপজেলা পুজা উদযাপন পরিষদ ডা: হরিপদ রায় এবং মাওলানা আব্দুল কুদ্দুস নিজামী ইমাম ও খতিব শ্রীমঙ্গল জামে মসজিদ।

এছাড়াও উক্ত সভায় সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং উপজেলার সকল পূজা মন্ডপের পূজা উদযাপন পরিষদের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আসন্ন শারদীয় দুর্গাপুজা ২০২৩ উপলক্ষে শ্রীমঙ্গল উপজেলার ১টি পৌরসভা ও ৯টি ইউনিয়নে ১৫৮ টি সার্বজনীন এবং ১৫ টি ব্যক্তিগত পূজাসহ মোট ১৭৩ টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

Share.
Leave A Reply

Exit mobile version