সঞ্জিব দাস, গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধিঃ

পটুয়াখালীর গলাচিপা উপজেলার বিভিন্ন শারদীয় দুর্গা পূজা মন্ডপে মনিটর ও সিসি ক্যামেরা বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য এস এম শাহজাদা (এমপি)।
শুক্রবার (১৩ অক্টোবর) সকাল ১০ টায় নিজস্ব অর্থায়নে তিনি এসব সামগ্রী বিতরণ করেন। এর আগে এসএম শাহজাদা উপজেলার সকল মন্ডপে তিনটি করে
সিসি ক্যামেরা বিতরণ করেন। উপজেলা প্রশাশনের আয়েজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো.
মহিউদ্দিন আল হেলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহম্মদ সাহিন, সহকারি কমিশনার (ভূমি) মো. নাছিম রেজা,
উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার, গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) শোণিত কুমার গায়েন, উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর আলম, উপজেলা
সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খোকন চন্দ্র দাস, গলাচিপা কেন্দ্রীয় কালিবাড়ী কমিটির সভাপতি
দিলীপ বণিক, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও গলাচিপা প্রেস ক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, বাংলাদেশ হিন্দু—বৈদ্য—খ্রিস্টান ঐক্য পরিষদের
গলাচিপা উপজেলা শাখার সাধারণ সম্পাদক সমির কৃষ্ণ পাল, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি কমল সরকার, পূজা উদযাপন পরিষদের প্রচার সম্পাদক সঞ্জিব দাস, ডাকুয়া ভবানী খোলা কালি মন্দিরের সভাপতি পঙ্কজ গাঙ্গুলী প্রমূখ। সঞ্চালনা
করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ গলাচিপা উপজেলা শাখার সাধারন সম্পাদক সমিত কুমার দত্ত মলয়। সরকারি কর্মকর্তা, বিভিন্ন পুজা মন্ডপের সভাপতি—
সম্পাদক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি—পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। প্রধান অতিথি এস এম শাহজাদা বলেন, বাংদেশ সাম্প্রদায়িক সম্প্রিতির দেশ।
এখানে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে ভ্রাতৃপ্রতিম বসবাস করি। আসন্ন শারদীয় দুর্গা উৎসব অনন্দঘন ও শন্তিপূর্ণ পরিবেশে উদযাপনের আশা ব্যক্ত
করেন। তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার।

Share.
Leave A Reply

Exit mobile version