মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ
জয়পুরহাটের পাঁচবিবিতে মোস্তাকিম বিল্লাহ নামের দেড় বছরের এক শিশু পানিতে ডুবে মারা গেছে। শুক্রবার দুপুরে উপজেলার ধরঞ্জী ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশু ঐ গ্রামের মশিউর রহমানের ছেলে। ধরঞ্জী ইউপির সাবেক সদস্য নাজির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।
নিহতের পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘরের ভিতর বাবা ছেলে মিলে মোবাইল দেখছিল। এসময় শিশুটির দাদা বাড়ি থেকে মাঠের দিকে গেলে শিশুটি বাবার পাশ থেকে উঠে সকলের অজান্তে দাদার পিছনে পিছনে যাওয়ার সময় বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষন পর পরিবারের লোকজন শিশুটিকে খোঁজা খুঁজি করতে থাকে। এসময় স্হানীয় লোকজন পুকুরের পানিতে মৃত শিশুটির লাশ ভেসে থাকতে দেখে লাশটি উদ্ধার করে। শিশুটির এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে ।