দুর্গাপুরে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক গননাটক প্রদর্শিত
দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি:
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতামূলক “দিন বদলের ডাক” গননাটক প্রদর্শিত হয়েছে।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষার কর্মসূচির আয়োজনে গতকাল বুধবার রাতে উপজেলার বিরিশিরি ইউনিয়নের দাখিনাইল গ্রামে এ গননাটক প্রদর্শন করা হয়।
এ সময় জনপ্রতিনিধি,সাংবাদিক,স্থানীয় গন্যমান্য ব্যক্তিসহ নানা শ্রেণী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনী সুরক্ষার কর্মসূচি অফিসার সেলপ মাকসুদা শাহী বলেন,বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। তাই সবাইকে সচেতন হয়ে মেয়েদেরকে শিক্ষায় শিক্ষিত করা সহ বাল্যবিবাহ প্রতিরোধে উপজলার ২৫০ জন কিশোরী (১৩-১৭) বছর নিয়ে কাজ করা হচ্ছে এবং বাল্যবিয়ে ইস্যূতে গ্রামে গ্রামে সচেতনতামূলক বৃদ্ধি করার জন্য গননাটক প্রদর্শন করছি।