তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার সিন্দুরখান বাজারে শারদীয় দূর্গাপূজাকে সামনে রেখে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং সিন্দুরখান ইউনিয়ন শাখার সভাপতি বর্তমান ইউপি সদস্য রিপন রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় শারদীয় দূর্গাপূজা সুষ্ঠু ও নিরবোছিন্ন ভাবে সম্পন্ন করার প্রত্যেয়ে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়।
ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক চন্দন কৃষ্ণ পালের উপস্থাপনায় মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন লাহারপুর সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি সুশেন দেব, সম্পাদক জীবন দেব, কুঁড়িপাড়া ভৈরবথলী সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি অজিত বৈদ্য, সম্পাদক সুকেশ মোদক, জুলেখানগর চা বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি মলিন বাড়াইক, সম্পাদক সাধন প্রধান, নাহার চা বাগান সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি জোত্যিষ বোনার্জী, সম্পাদক অপূর্ব রাজবল্লব, সাইটুলা সার্বজনীন দুর্গাপূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি মানিক ভৌমিক, সম্পাদক সুবোধ ভৌমিক, ছিমাইলত সার্বজনীন দুর্গাপূজা কমিটির সভাপতি রঞ্জিত চাষা, সম্পাদক সঞ্জিত চাষা, জাম্বুরাছড়া চা বাগান দুর্গাপূজা কমিটির সভাপতি বাহাদুর দেববর্মা, সম্পাদক মানিক দেববর্মা এবং বনগাঁও চৌধুরী বাড়ী দূর্গা মন্দিরের ব্যক্তিগত পূজারী দেবব্রত সেন চৌধুরী(বিষ্ণ) প্রমুখ।
সিন্দুরখান ইউনিয়নে সর্বমোট ৮টি পূজা অনুষ্ঠিত হবে তার মধ্যে ব্যক্তিগত ১টি পূজা উদযাপন হবে বলে জানায়।
এসময় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ৪নং সিন্দুরখান ইউনিয়ন শাখার নেতৃবৃন্দ সহ সনাতনী ভক্তবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.
Leave A Reply

Exit mobile version