স্টাফ রিপোর্টার : নেত্রকোণায় ১৪ বোতল ভারতীয় মদসহ একজনকে আটক করেছে কলমাকান্দা থানা পুলিশ। আটককৃত যুবক কলমাকান্দার রংছাতি ইউনিয়নে নল্লাপাড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আরাফাত হাসান (২৪)।
গত মঙ্গলবার (১০ অক্টোবর) দিনগত মধ্যরাতে গোপন তথ্যের ভিত্তিতে কলমাকান্দার কালিহালা ব্রীজের উত্তর পাশ থেকে তাকে আটক করা হয়। এ সময় তল্লাশি চালিয়ে তার কাছে ১৪ বোতল ভারতীয় মদ পাওয়া যায়।
কলমাকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম এ তথ্য সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতের বিরুদ্ধে নামে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরের দিকে তাকে জেলা আদালতে প্রেরণ করা হয়েছে।