জহরুল ইসলাম, বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) মনােবিজ্ঞান বিভাগের নানা আয়োজনে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস -২০২৩
আজ মঙ্গলবার(১০ অক্টাবর ২০২৩) সকাল ১০টায় শােভাযাত্রা ও আলােচনা সভা অনুষ্ঠিত হয়। শােভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এবং একই স্থানে এসে শেষ হয়। শোভা যাত্রা শেষে উদ্বােধন করা হয় টলিকাউন্সলিং সেবা।
এছাড়াও সকাল ১১:৩০টা থেকে একাডেমিক ভবনের ২০২ নং কক্ষে ‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’ প্রতিপাদ্য বিষয়ে আলােচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মনােবিজ্ঞান বিভাগের সভাপতি মোছাঃ নাছরিন নাহার। সভায় মানসিক স্বাস্থ্যের সুস্থতার বিষয়ে আলােকপাত করেন বক্তারা।