আবু বকর ছিদ্দিক রনি, শার্শা প্রতিনিধিঃ
যশোর ৮৫-১ শার্শার সংসদ সদস্য আলহাজ্ব শেখ আফিলউদ্দিন বলেছেন, দেশের উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আসন্ন নির্বাচনে তৃণমূল থেকে শুরু করে আমাদের সবাইকে ভাবতে হবে দলের নেতা নয়, খাঁটি কর্মী হয়ে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। তাই আসন্ন নির্বাচনে সারাদেশে নৌকার বিজয়ের মধ্যমেই আবারও প্রধানমন্ত্রী হবেন বঙ্গবন্ধু কন্যা সোনার বাংলার রুপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামীলীগ সরকারের বাস্তবায়নকৃত রাস্তঘাট, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা, মুক্তিযোদ্ধাভাতা, বয়স্কভাতা, বিধবা ভাতা, মাতৃকালীন ভাতা, কৃষকের সার, গ্রামকে শহরের আদলে গড়ে তোলা সকল উন্নয়নমূলক কর্মকান্ড বর্তমান সরকার চলমান রেখেছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার বিকালে উপজেলা প্রশাসন ও উপজেলা তথ্যেকেন্দ্রের আয়োজনে বাগআঁচড়া সাতমাইলে বিশেষ উঠান বৈঠকে তিনি একথা বলেন। শার্শা উপজেলা নির্বাহী অফিসার নারায়ণ চন্দ্র পালের সভাপতিত্বে ও বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক চেয়ারম্যান ইলিয়াছ কবির বকুলের সার্বিক সহযোগীতায় উক্ত আনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন শার্শা উপজেলা আওয়ামীলীগের সভাপতি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তি যোদ্ধা সিরাজুল হক মঞ্জু, সহ-সভাপতি সালেহ আহমেদ মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ ইব্রাহিম খলিল, উপজেলা সহকারী কমিশনার ভূমি ফারজানা ইসলাম, শার্শা থানার অফিসার ইনচার্জ আকিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান আলেয়া ফেরদৌস। এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, উপজেলা তথ্যসেবা কর্মকর্তা প্রমিলা রানী রায়, তথ্যসেবা সহকারী সেলিনা খাতুন, তনুজাশারমিন, অফিস সহায়ক আব্দস সামাদ, শার্শা উপজেলা যুবলীগের সাভাপতি অহিদুজ্জান অহিদ, শার্শা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির উদ্দীন তোতা, কায়বা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাসান ফিরোজ আহম্মেদ টিংকু, বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী যুবলীগের সাধারন সম্পাদক ইকবাল হাসান তুতুল প্রমুখ।
অনুষ্ঠান শেষে ২শ জন সুবিধা বঞ্চিত, অসহায় ও দুস্থ্য নারীদের সম্মানীভাতা দেওয়া হয়।