বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে প্রেরনের দাবিতে ঝালকাঠিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করছে জেলা বিএনপি ।
সোমবার (৯ অক্টোবর) সকালে ঝালকাঠি জেলা বিএনপির আহবায়ক অ্যাডভোকেট মোঃ সৈয়দ হোসেনের সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন, জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য মোঃ রফিকুল ইসলাম জামাল। সমাবেশে ঝালকাঠি -২ আসনের সাবেক সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, ঝালকাঠী পৌর বিএনপির সভাপতি মোঃ নাসিমুল হাসান, সাধারন সম্পাদক মোঃ আনিসুর রহমান তাপু, নলছিটি উপজেলা বিএনপির সভাপতি মোঃ হেলাল খান,সাধারন সম্পাদক মোঃ সেলিম গাজী, কাঠালিয়া উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ জালালুর রহমান আকন, নলছিটি পৌর বিএনপি সভাপতি মোঃ মজিবুর রহমান, সাধারন সম্পাদক কাজী জাহাঙ্গীর হোসেন,সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ খোকন মল্লিক, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. মিজানুর রহমান মুবিন, মো: আলিমুল ইসলাম মুন্সি, জেলা যুবদলের আহবায়ক মোঃ শামিম তালুকদার, সদস্য সচিব মোঃ আনিসুর রহমান খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সরদার সাফায়েত হোসেন, জেলা ছাত্রদলের সভাপতি মোঃ আরিফ হোসেন খান, সাধারন সম্পাদক মোঃ গিয়াস সরদার দিপু, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক এ্যাড. সাকিনা আলম লিজা, জেলা কৃষক দলের সভাপতি মোঃ তকদির হোসেন, সাধারন সম্পাদক চাষী নান্না খলিফা, জেলা শ্রমিক দলের সভাপতি মোঃ টিপু সুলতান, সাধারন সম্পাদক মোঃ মামুন অর রশীদ, জেলা তাঁতী দলের সভাপতি মোঃ বাচ্চু হাসান খান, সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম জুয়েল প্রমুখ।
জেলা বিএনপির সদস্য সচিব এ্যাড. মোঃ শাহাদাৎ হোসেন বলেন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তার জীবন সংকটাপন্ন। উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবীতে পূর্বনির্ধারিত কেন্দ্রীয় কর্মসূচি অংশানুযায়ী আজকের বিক্ষোভ মিছিলে পুলিশের বাধা আবারও প্রধান করে বাংলাদেশ একটি পুলিশী রাষ্ট্র। ফ্যাসিস্ট সরকার পুলিশ দিয়ে ক্ষমতা ধরে রাখতে চায়। এ বিষয়ে ঝালকাঠি থানার উপ পরিদর্শক গৌতম কুমার ঘোষ বলেন নির্দিষ্ট সরকে বিক্ষোভ মিছিল করার বাহিরে ফায়ার সার্ভিসের সরকে যাওয়ার অনুমতি না থাকায় পুলিশ ব্যারিগেট দিয়ে মিছিলটি দলীয় কার্যালয়ে শেষ করার জন্য বলা হয়েছে।