জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের ১৩তম ব্যাচের উদ্যোগে আয়োজিত হলো “Future of HR Professionals: Unveiling Bangladesh’s Human Resources Landscape” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৭ অক্টোবর) ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের অধ্যাপক ও এমবিএ প্রফেশনালস এর ডিরেক্টর মো: মিজানুর রহমান এর সভাপতিত্বে উক্ত সেমিনারটি আয়োজিত হয়।
সেমিনারের প্রধান বক্তা হিসেবে ছিলেন স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড কোম্পানির হিউম্যান রিসোর্স বিভাগের প্রধান মোহাম্মদ আমিনুল ইসলাম খান।
জনাব আমিনুল ইসলাম খান দীর্ঘ ১৮ বছরের ক্যরিয়ারে কাজ করেছেন মাছরাঙা টেলিভিশন, অ্যাভেরি ডেনিসন বাংলাদেশ, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেড (বিএটিবি), কোটস বাংলাদেশ লিমিটেড, লাফার্জ সুরমা সিমেন্ট (এখন লাফার্জহোলসিম), এবং ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড এর সাথে।
উক্ত সেমিনারে তিনি শিক্ষার্থীদের ক্যারিয়ার সংক্রান্ত বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরেন। নিজের অভিজ্ঞতার আলোকে শিক্ষার্থীরা কিভাবে চাকরির বাজারে নিজেদের আরো উপযুক্ত ও দক্ষ করে গড়ে তুলতে পারে তা নিয়ে আলোচনা করেন।
সেমিনারের অভিজ্ঞতা সম্পর্কে জানতে চাইলে ১৩তম ব্যাচের শিক্ষার্থী ফয়সাল আরেফিন বলেন, এই সেমিনারটি আমাদের ক্যারিয়ারের জন্য বেশ ফলপ্রসূ হবে। বিশ্ববিদ্যালয়ের পুঁথিগত বিদ্যার বাইরে জব মার্কেটের কোম্পানিগুলো যে আমাদের কাছে কি কি প্রত্যাশা করে তা প্রধান অতিথি বেশ সাবলীলভাবে বুঝিয়েছেন।