বাংলাদেকে ভবিষ্যতে আন্তর্জাতিক বিমান চলাচলের কেন্দ্র হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেনন, ঢাকা ও কক্সবাজার বিমানবন্দরকে সেভাবেই প্রস্তুত করা হচ্ছে।
শনিবার (৭ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের আংশিক উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শনিবার ‘স্বপ্নের সাথে বাস্তবতার সংযোগ’ স্লোগানে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশই হবে একসময় আন্তর্জাতিক বিমান পরিবহনের হাব, এটাই আমরা বিশ্বাস করি এবং সেভাবেই তৈরি করার চেষ্টা করছি। এক সময় বাংলাদেশের কক্সবাজার অথবা ঢাকা হবে হাব, সেভাবেই আমরা বাংলাদেশকে গড়ে তুলতে চাই।”
প্রধানমন্ত্রী বলেন, “বাংলাদেশ ভৌগলিক অবস্থানের কারণে প্রাচীন যুগ থেকে এই জায়গাটা গুরুত্বপূর্ণ। বাংলাদেশকে যদি উন্নত করতে পারি পাশ্চাত্য ও প্রাচ্যের জন্য গুরুত্বপূর্ণ হাব হতে পারে। এজন্য কক্সবাজারকে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সাজাচ্ছি। এছাড়া সকল স্থানীয় বিমান বন্দরগুলোর উন্নয়ন করছি।”
আন্তঃজেলা যোগাযোগে বিমানে যাতে যাতায়ত করা যায়, সেই উদ্যোগ নেয়ার কথাও জানান তিনি।
শেখ হাসিনা বলেন, “জেটফুয়েল পাইপলাইনে যাতে আসে সেই কাজও আমরা শুরু করে দিয়েছি। খুব শিগিগিরই সেটা বাস্তবায়ন হবে।”
জাপান সরকারকে ধন্যবাদ জানিয়ে শেখ হাসিনা বলেন, “তাদের সহায়তায় আমরা এই টার্মিনাল নির্মাণ করছি।”
তিনি এই টার্মিনাল নির্মাণে জড়িত সবাইকে অভিনন্দন জানান।