মঙ্গলবার, সেপ্টেম্বর ১৭, ২০২৪

তিস্তায় ভেসে আসা যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

রুহুল আমিন, ডিমলা(নীলফামারী)

উত্তরের নীলফামারীর ডিমলায় তিস্তা নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসা অজ্ঞাত এক ভারতীয় যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

ওসি বলেন, বৃহস্পতিবার বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ডিমলা থানা-পুলিশ ওই যুবকের লাশ ভারতের সিংপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে।

বিজিবি সূত্র জানায়, উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর সীমান্ত গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ৭৯৭ / ১ এর ১১ নম্বর পিলারের পাশে জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি পক্ষের নেতৃত্ব দেন রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ থানারহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক।

অপরদিকে বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন ভারতের কুচবিহারের অধীনস্থ সিংপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সঞ্জয় কুমার। এরপর ডিমলা থানার ওসি লাইছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অজ্ঞাত যুবকের লাশ হস্তান্তর করেন।

থানার হাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক বলেন, তিস্তা নদীতে ভাসতে ভাসতে যুবকের লাশ বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছে। এ অবস্থায় ভারতের বিএসএফ থেকে বিজিবিকে জানানো হয় লাশটি ভারতীয় নাগরিক। তারা লাশ ফেরত দেওয়ার অনুরোধ জানান। তবে লাশের পরিচয় জানা যায়নি।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdnews@gmail.com ঠিকানায়।

সর্বশেষ