স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার মনিরামপুর উপজেলার মুন্সীখানপুর গ্রামের একটি কাঁচা রাস্তা বৃষ্টি হলেও চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।বিষয়টি স্থানীয় জনগণ ৮৯ যশোর -৫ সংসদীয় আসনের আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী কেদ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক এস এম ইয়াকুব আলীকে জানালে স্বউদ্যোগে সংস্কার করে দেন।
আজ বৃহস্পতিবার (৫ অক্টোবর) স্থানীয় জনগণের সহযােগিতায় এ রাস্তা সংস্কারের ব্যবস্থা করেন।
স্থানীয় বাসিন্দারা বলেন,দীর্ঘদিন যাবত গ্রামের এ রাস্তাটি কাঁচা থাকায় বৃষ্টি হলেই এলাকাবাসীকে চরম ভোগান্তিতে পড়তো। স্থায়ী সমাধান করতে না পারলেও এস এম ইয়াকুব আলীর সহযােগিতায় রাস্তাটি চলাচলের জন্য উপযােগী করে দেওয়ায় আমরা খুশি।
উল্লেখ্য রাস্তাটি সংস্কার করায় স্কুল,কলেজ,মাদ্রাসা গামী শিক্ষার্থীসহ আশেপাশে কয়েকটি গ্রামের সাধারণ জনগণ উপকৃত হবেন।