মোঃনাজমুল হোসেন বিজয়।
বরগুনা জেলা প্রতিনিধিঃ
বরগুনার তালতলীতে স্কুলছাত্রীকে ইভটিজিংয়ের দায়ে শাহীন হাওলাদার (২৮) নামের এক যুবককে ১৫ দিনের কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শাহীন হাওলাদার (২৮) পাশ্ববর্তী আমতলী উপজেলার আড় পাঙাশিয়া ইউনিয়নের চরকগাছিয়া এলাকার আনোয়ার হোসেনের ছেলে।
মঙ্গলবার (০৩ অক্টোবর ) বিকেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত।
জানাগেছে,পি,কে মাধ্যমিক বিদ্যালয় থেকে আশার সময় কড়াইবাড়ীয়া ইউনিয়নের হেলেঞ্চা বাড়িয়া নামক স্থানে বসে। নবম শ্রেণীতে পড়ুয়া বীথি আক্তার( ছদ্মনাম) এক ছাত্রীকে ইভটিজিং করে শাহিন হাওলাদার নামে ওই বখাটে। বিষয়টি স্থানীয় দোকানদাররা ইউপি চেয়ারম্যান কে জানালে ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু ভ্রাম্যমান আদালতে সাপোর্দ করেন।
অভিযানে অংশ নেন, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম খান, কড়ইবাড়িয়া ইউপি চেয়ারম্যান ইব্রাহিম শিকদার পনু সহ সাধারণ জনগণ।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত দত্ত। বলেন, কয়েকদিন ধরে অভিযোগ আসছিল স্কুল সময়সহ স্কুলের আশেপাশে কিছু ইভটিজার ছাত্রীদের বিভিন্নভাবে উত্ত্যক্ত করছে। এরপর আজ কড়াইবাড়িয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছি। ইভটিজিং রোধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।