ব্রাহ্মণবাড়িয়া-২ ও লক্ষ্মীপুর-৩ আসনের উপনির্বাচনের তারিখ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন। আগামী ৫ নভেম্বর এই দুই আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই দুই আসনের সংসদ সদস্যের মৃত্যুতে আসন শূন্য ঘোষণা করেছে সংসদ সচিবালয়। সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব কে এম আবদুস সালাম আসন শূন্য ঘোষণার বিজ্ঞপ্তি নির্বাচন কমিশনে (ইসি) পাঠিয়েছেন।

বৈঠক শেষে ইসি সচিব জাহাংগীর আলম জানান, আইনী বাধ্যবাধকতা থাকায় ৫ নভেম্বর ব্রাহ্মণবাড়িয়া-২ এবং লক্ষ্মীপুর-৩ শূন্য আসনের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। আগামী ১১ অক্টোবর মনোনয়ন জমার শেষ দিন।

তিনি জানান, নির্বাচনে কোনো সিসি ক্যামেরা থাকবে না, ভোট হবে ব্যালটে।

উল্লেখ্য, একাদশ সংসদের সদস্য বীর মুক্তিযোদ্ধা এ কে এম শাহজাহান কামালের মৃত্যুতে শূন্য হয় লক্ষ্মীপুর-৩ (সদর) আসন। আরেক আলোচিত সংসদ সদস্য উকিল আবদুস সাত্তার ভূঁইয়ার মৃত্যুতে শূন্য হয় ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন।

Share.
Leave A Reply

Exit mobile version