নেত্রকোনা প্রতিনিধি
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের সভাপতি কামাল উদ্দিন রানাকে তার নিজ এলাকা নেত্রকোনার কলমাকান্দায় গণসংবর্ধনা দেওয়া হয়েছে। সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নাজিরপুর ঈদগাহ মাঠে দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলা ছাত্রলীগ এ সংবর্ধনার আয়োজন করে। এ উপলক্ষে আলোচনা সভায় উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক মো. সোহেল রানার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মানু মজুমদার। এসময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাডভোকেট শামছুর রহমান লিটন, সহসভাপতি নূর খান মিঠু, কলমাকান্দা উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল খালেক তালুকদার, জেলা ছাত্রলীগের সভাপতি রবিউল আওয়াল শাওন, সাধারণ সম্পাদক সোবায়েল আহম্মেদ খান, কলমাকান্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, দুর্গাপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, ঢাকা কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন মাহি, কলমাকান্দা উপজেলা যুব লীগের সাধারণ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক সাইফুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক অমিত আকুঞ্জি, কলমাকান্দা উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক টিপু সুলতান প্রমুখ। গণসংবর্ধনা অনুষ্ঠানে যোগদেন দুর্গাপুর ও কলমাকান্দা উপজেলার প্রায় তিন হাজার নেতাকর্মী।