ভোলা প্রতিনিধি॥
ভোলার লালমোহনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১ অক্টোবর) রাতে উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের লর্ডহার্ডিঞ্জ বাজারে লালমোহন থানার আয়োজনে এই বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়।
বিট পুলিশিং সভায়, লালমোহন উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও লর্ডহার্ডিঞ্জ ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কাশেম মিয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মাহবুব-উল-আলম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমোহন থানার পুলিশ পরিদর্শক তদন্ত মো: এনায়েত হোসেন।
এছাড়াও লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইউসুফ, ইউপি সদস্য নজির আহমেদ, গনি মাষ্টার, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক প্রভাষক ইকবাল হোসাইন জুলহাস,
লর্ডহার্ডিঞ্জ ফাজিল ডিগ্রি মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা অলিউল্লাহ, তোফাজ্জল হায়দার, সংশ্লিষ্ট বিট অফিসারসহ লালমোহন থানার অফিসার-ফোর্স,বাজার ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় অফিসার ইনচার্জ এস এম মাহবুব-উল-আলম বলেন “আইন শৃঙ্খলা রক্ষায় এলাকার সচেতন মহলকে সজাগ দৃষ্টি রাখতে হবে ও পুলিশকে যে কোন তথ্য দিয়ে সহায়তা করতে হবে। এলাকায় মাদক,জুয়া প্রতিরোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে।
উপস্থিত লোকজন পুলিশের কাধে কাধ মিলিয়ে অপরাধ দমনে পুলিশকে সহায়তা করবেন বলে একাগ্রতা প্রকাশ করেন।