স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ
যশোর জেলার মণিরামপুর উপজেলার সুন্দলপুর ইসলামিক ফাউন্ডেশন সুন্দলপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদে টানা ৪০ দিন মসজিদে নামাজ আদায় করায় ১০ জন কিশোরকে বাইসাইকেল ও ১৪ জন কিশোরকে জায়নামাজ প্রদান করে।
আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় সুন্দলপুর ঈদগাহ ময়দান প্রাঙ্গণে কিশোরদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
আয়োজক কমিটির সভাপতি মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের কেন্দ্রীয় ধর্ম বিষয়ক উপ-কমিটির সদস্য ও জেলা কৃষকলীগের সহ-সভাপতি এস এম ইয়াকুব আলী।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সুন্দলপুর বাজার মসজিদের ঈমাম মাওলানা মঞ্জুর আহম্মেদ, ঈদগাহ ময়দানের ঈমাম মাওলানা আবুল বাশার, মাওলানা আনিচুর রহমান, উপজেলা কৃষকলীগের সভাপতি আবুল ইসলাম, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ন আহবায়ক আহাদুল করিম, যুগ্ম আহবায়ক ও ইউপি সদস্য ফজলুর রহমান, স্থানীয় ইউপি সদস্য রফিকুল ইসলাম বুলু প্রমুখ।
উল্লেখ্য শিশু-কিশোরের মধ্যে ইসলামি মূল্যবোধ জাগ্রত করতে ও দ্বীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে এ মহতী উদ্যোগ নেওয়া হয়।