আরিফুর রহমান, ঝালকাঠি।।
রাজধানীর মিরপুর কমার্স কলেজের সামনের সড়কে জমে ছিল বৃষ্টির পানি। সেখানে পড়ে থাকা বিদ্যুতের তারে বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজন প্রাণ হারিয়েছেন। তাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নে। তাদের লাশ দাফন কাফনের জন্য ১০ হাজার টাকা অর্থ সহয়তা দিলেন পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাতে নিহত পরিবারের সদস্যদের কাছে টাকা প্রদান করা হয়।বৃহস্পতিবার রাত ১০টার দিকে বিদ্যুতায়িত পাঁচজনকে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন।এরপর থেকেই ঝালকাঠির বাড়িতে সেখানে শোকের ছায়া নেমে আসে।
একই পরিবারের নিহত ৩ জন হলেন, ঝালকাঠি সদর উপজেলার বাসন্ডা ইউনিয়নের আগলপাশা গ্রামের নাছির উদ্দীন হাওলাদারের ছেলে মো. মিজান (৩০) তার স্ত্রী মুক্তা বেগম (২৫) ও মেয়ে লিমা (৭)।
পুলিশ সুপার মোহাম্মদ আফরুজুল হক টুটুল জানান, জানতে পারছি তাদের আর্থিক অবস্থা ভালো না। তাই নিহতদের লাশ দাফন কাফনের জন্য সামন্য অর্থ সহয়তা দেওয়া হয়েছে।