আমির আলী অভয়নগর যশোর প্রতিনিধি:-
যশোরের অভয়নগর উপজেলায় ট্রেনে কাটা পড়ে আসাদুল গাজী (১৮) নামের এক যুবক নিহত হয়েছে।
শুক্রবার (২২ সেপ্টেম্বর) সকালে উপজেলার নওয়াপাড়া বাজারের প্রফেসরপাড়া সংলগ্ন রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আসাদুল গাজী নওয়াপাড়া পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের রেলবস্তি এলাকার ক্ষুদ্র ব্যবসায়ী আশরাফুল গাজীর একমাত্র ছেলে। সে জাহাজের শ্রমিক স্কটের কাজ করতো।
নিহতের বাবা আশরাফুল গাজী জানান, বৃহস্পতিবার রাতে ছেলে আসাদুল গাজীকে বাড়িতে একা রেখে তাবলীগ জামায়াতের জন্য মারকাজ মসজিদে যান। শুক্রবার সকালে বাড়িতে এসে ঘরে তালা দেওয়া দেখি। পরে আমার কাছে থাকা ঘরের চাবি দিয়ে ঘর খুলে ঘুমিয়ে পড়ি। কিছুক্ষণ পর এলাকার লোকজন খবর দিলে রেল লাইনের উপর ছেলের মরদেহ দেখতে পায়।
ধারণা করা হচ্ছে ভোররাতে ঢাকা থেকে ছেড়ে আসা চিত্রা এক্সপ্রেসে কাটা পড়ে সে নিহত হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নওয়াপাড়া রেলওয়ে স্টেশনের পুলিশের এস আই সোহাগ জানান, নওয়াপাড়া রেল স্টেশন সংলগ্ন প্রফেসরপাড়া মোড় এলাকায় চিত্রা এক্সপ্রেস ট্রেনে এক যুবক কাটা পড়েছে বলে খবর পেয়েছি। ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।