এ,এম স্বপন জাহান
মধ্যনগর(সুনামগঞ্জ) প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগরে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাতার শিখতে উদ্ভুদ্ধকরন,লাইফ জ্যাকেট,ক্রীড়া ও আইসিটি সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) দুপুর ২ টার দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে শিক্ষার্থী ও বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাঝে উল্লেখিত সামগ্রী বিতরণ করেন মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা( অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) শীতেষ চন্দ্র সরকার।
মধ্যনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা আহসান উল্লাহ মুকুল এর সঞ্চালনায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাঁতার শিখতে উদ্বুদ্ধকরণ,লাইফ জ্যাকেট, ক্রীড়া ও আইসিটি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মধ্যনগর সদর ইউনিয়নের চেয়ারম্যান সঞ্জীব রঞ্জন তালুকদার টিটু,উপজেলা শিক্ষা কর্মকর্তা মানবেন্দ্র দাস, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কবীর হোসেন,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন চামরদানী ইউনিয়নের বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমারঞ্জন সরকার, মধ্যনগর ইউনিয়নের হরিপুর – নওয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ও প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা সাকী তালুকদার, মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রমেন্দ্র চব্দ্র তালুকদার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মধ্যনগর উপজেলা শাখার সভাপতি দেবল কিরণ তালুকদার, দৈনিক সমকাল পত্রিকার ধর্মপাশা উপজেলা প্রতিনিধি সাংবাদিক মো: এনামুল হক প্রমুখ।
প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাঁতার শিখতে উদ্বুদ্ধকরণ,লাইফ জ্যাকেট, ক্রীড়া ও আইসিটি সামগ্রী বিতরণ অনুষ্ঠানে নবগঠিত মধ্যনগর উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ও সুনামগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা পদকপ্রাপ্ত শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা
(ইউএনও) শীতেষ চন্দ্র সরকার বলেন হাওর অঞ্চলে শিক্ষার্থীদের সাঁতার শেখা বাধ্যতামূলক
প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাঁতার শিখতে হবে।এসময় অনুষ্ঠানে উপস্থিত মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীদের লাইফ জ্যাকেট পড়িয়ে দেন এই ইউএনও। এছাড়াও অনুষ্ঠানের আগে বিভিন্ন বিদ্যালয় পরিদর্শন শেষে মধ্যনগর এলাকার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষাব্যবস্থা মনিটরিং,মিড ডে মিলের টিফিন বক্স,বিদ্যালয়ে ফুলের টব ও শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।