বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) প্রথম ওয়ানডেতে টস জিতে ফিল্ডিংয়ে নামছে বাংলাদেশ । মেঘলা আকাশ ও দমকা হাওয়ার মাঝেই মাঠে নামছে খেলোয়াড়রা। আবহাওয়ার পূর্বাভাস বলছে, যখন-তখন নামতে পারে বৃষ্টি।
বিশ্বকাপ স্কোয়াড মোটামুটি প্রস্তুত বাংলাদেশের। বাকি দু-একটা পজিশনের যোগ্য খেলোয়াড় খুঁজে নিতেই নিউজিল্যান্ড সিরিজে চলবে পরীক্ষা-নিরীক্ষা। সেই মিশন শুরু আজই। ইনজুরি কাটিয়ে এ ম্যাচ দিয়েই ফিরছেন তামিম ইকবাল। এশিয়া কাপে না খেলা এ ওপেনারের সঙ্গী হচ্ছেন অধিনায়ক লিটন। একাদশে ফিরছেন আলোচিত মাহমুদউল্লাহ রিয়াদও। ফেরার তালিকায় আরও আছেন সৌম্য সরকার ও নুরুল হাসান সোহান।
একাদশে আছেন এশিয়া কাপে ব্যর্থ হওয়া তানজিদ হাসান তামিমও। তবে নিউজিল্যান্ডের বিপক্ষে ওপেনিং করছেন না তিনি। তিন নম্বর পজিশনে তাকে খেলাবে ম্যানেজমেন্ট।
তেমন কোনো পারফরম্যান্স ছাড়াই ফের দলে সৌম্য সরকার। টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে ফিরে কিছু করতে না পারা সৌম্য ফের বিশ্বকাপের আগে একবার সুযোগ পেলেন। তবে সেটা ওয়ানডে ক্রিকেটে। চার নম্বরে তাকে খেলানো হবে।
সাত নম্বর পজিশনে মাহমুদউল্লাহ রিয়াদকে বিবেচনা করার জন্য চাপ থাকলেও প্রথম ওয়ানডেতে মাহমুদউল্লাহর নাম রাখা হয়েছে মিডল অর্ডারেই। পাঁচ নম্বরে নামতে পারেন তিনি। ছয়ে তাওহীদ হৃদয়।
নিউজিল্যান্ডের বিপক্ষে সাত নম্বরে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান। এশিয়া কাপেও শেষ ম্যাচে সাত নম্বরেই খেলেছিলেন তিনি। স্পিনার হিসেবে তার সঙ্গী হয়েছেন নাসুম আহমেদ। উইকেটকিপারেরে ভূমিকায় ফিরেছেন নুরুল হাসান সোহান।
বাংলাদেশ একাদশ:
তামিম ইকবাল, লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহীদ হৃদয়, শেখ মেহেদী হাসান, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), নাসুম আহমেদ, তানজিদ হাসান, মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ:
ফিন অ্যালেন, উইল ইয়ং, চাদ বয়েস, হেনরি নিকলস, টম ব্লান্ডেল (উইকেটকিপার), রাচিন রাভিন্দ্রা, কোল ম্যাককঞ্চি, ঈশ সোধি, কাইল জেমিসন, লোকি ফার্গুসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট।