তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলাধীন উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাতন এলাকায় অবৈধভাবে টিলা কেটে টিলারমাটি পরিবহন ও বিক্রির অপরাধে “বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০” এর সংশ্লিষ্ট ধারায় ১(এক) জনকে ২ লাখ (দুই লাখ) টাকা অর্থদন্ড প্রদান করে ও তাৎক্ষণিকভাবে তা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) বিকেলের দিকে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন মোবাইল কোর্ট পরিচালনা করেন। অভিযুক্ত ব্যাক্তি এক বছর আগেও একই অপরাধে ১ লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত হয়েছিলেন। এই মোবাইল কোর্ট পরিচালনায় সহযোগিতা করেন শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের একটি দল।
সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন পরিবেশ রক্ষায় অপরাধীদের বিরুদ্ধে আগামীতেও মোবাইল কোর্ট অব্যাহত থাকবে।