মোঃনাজমুল হোসেন বিজয়।
বরগুনা জেলা প্রতিনিধিঃ
সেবা ও উন্নতির দক্ষ রূপকার, উন্নয়নে-উদ্ভাবনে স্থানীয় সরকার, এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরগুনার তালতলীতে জাতীয় স্থানীয় সরকার দিবস পালিত হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পায়রা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’র সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এর আগে উপজেলা কার্যালয় চত্বর থেকে একটি র্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বড়বগী ইউপি চেয়ারম্যান আলমগীর মিয়া আলম মুন্সী, শারিকখালী ইউপি চেয়ারম্যান ফারুক খান, তালতলী সরকারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পরিমল চন্দ সরকার, আলীরবন্দর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল হোসেন, উপজেলা বিআরডিবি অফিসার ফিরোজ আলম, জনস্বাস্থ্যের উপসহকারী প্রকৌশলী শাহীন, সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক হাইরাজ মাঝি প্রমূখ।
অনুষ্ঠানে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে আয়োজিত ৩ দিন ব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।