রুহুল আমিন, ডিমলা (নীলফামারী)
নীলফামারীর ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দর খড়িবাড়ি গ্রামে এক বীর মুক্তিযোদ্ধাকে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম শনিবার রাতে ২ জনের নাম উল্লেখ করে ডিমলা থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযুক্তরা হলেন, সদর ইউনিয়নের ভাটিয়াপাড়া গ্রামের বাসিন্দা বাবু ইসলাম(৩৫) ও সফিকার ইসলাম(৩৮)।
বর্তমানে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
লিখিত অভিযোগ থেকে জানা যায়, মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামের বাড়ির সামনে শনিবার(১৭ সেপ্টেম্বর) রাত ৯ টায় একটি অটোরিকশা সড়ক দুর্ঘটনার কবলে পড়ে। এ ঘটনায় অটোচালকের সাথে যাত্রীদের বাকবিতণ্ডার একপর্যায়ে শোরগোলের শুরু হয়। শোরগোল শুনে বাড়ি থেকে ঘটনাস্থলে আসেন মুক্তিযোদ্ধা সহিদুল ইসলাম।তিনি উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। এ সময় বাকবিতণ্ডাকে কেন্দ্র করে বাবু ও সফিকার মুক্তিযোদ্ধা সহিদুল ইসলামকে মারধর করেন ।
পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।
এ ঘটনায় অভিযুক্তদের কোন বক্তব্য পাওয়া যায় নি।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লাইছুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।