তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে মাদক ও পরোয়ানাভুক্ত আসামি সহ ১১জনক গ্রেপ্তার হয়েছে।
রোববার (১৭ সেপ্টেম্বর) ভোরবেলা থানা পুলিশের পৃথক অভিযানে শ্রীমঙ্গলের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৬২০লিটার দেশীয় তৈরি চোলাইমদ সহ ৬ জন ও ২৪ পিস ইয়াবা ট্যাবলেটসহ ১জন, ৪ বোতল বিদেশী মদসহ ১জন, পরোয়ানাভুক্ত ১জন, নিয়মিত মামলায় ১জন ও পুলিশ আইনের ৩৪ ধারার ১ আসামিসহ মোট ১১জন আসামি গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন, ৬২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মনিলাল রবিদাস (৫০), শংকর রবিদাস (৬০), কমল কেওট (৪০), মো. আজিম (৫০), সুকুমার সূত্রধর (৬০), নারদ রবিদাস (৫০), ২৪ পিস ইয়াবাসহ মো. টিপু মিয়া (৩৩), ৪ বোতল বিদেশি মদসহ চন্দন রবিদাস (৩৩), সিআর-১২৯/২৩ (শ্রী:) এর পরোয়ানা মূলে জাহির আলী, শ্রীমঙ্গল থানার মামলা নং-১৩(০৯)২৩ ইং মূলে মো. শামীম মিয়া (৪০) ও জাহাঙ্গীর মিয়া (৩০)।
শ্রীমঙ্গল থানার ওসি মোঃ. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত ১১ আসামির বিরুদ্ধে শ্রীমঙ্গল থানায় আইনি প্রক্রিয়া শেষে মৌলভীবাজারে পুলিশি প্রহরার বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।