রবিবার, সেপ্টেম্বর ৮, ২০২৪

শিবগঞ্জে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে যুব সংঘ গঠিত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে প্রত্যেকটি ইউনিয়নে শিশু সুরক্ষার জন্য যুব সংঘ তৈরি করা হয়।

রবিবার সকালে ইউনিসেফের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশর Strenthening Social & Behavoiur Change Project আয়োজনে শাহবাজপুর, ধাইনগর, মোবারকপুর, দুর্লভপুর, পাকা, উজিরপুর, দাইপুকুরিয়াসহ ১৫ টি ইউনিয়নে বাল্যবিবাহ এবং শিশু সুরক্ষার জন্য যুব সংঘ তৈরি করা হয়।

আতিকা জাহানের সঞ্চালনায় জেলা প্রোগ্রামার উত্তম মন্ডল শুভেচ্ছা বক্তব্যে মাধ্যমে যুব ফোরামের অনিরুদ্ধ যুব ফোরাম, উদ্দীপ্ত তরুণ সংঘ, আলোর দিশারী যুব সংঘ, প্রতিবাদী যুব সংঘসহ ইত্যাদি নামকরণ করেন।

ধোবড়া আনক উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মহিবুর রহমান বলেন বাল্যবিবাহ বন্ধে উপজেলা পর্যায়ে নানা কর্মসূচী গ্রহণ করেছেন। এছাড়া স্কুল, কলেজ, মাদ্রাসায় সচেতনতামূলক সেমিনার করে , ইউনিয়ন পর্যায়ে বিভিন্ন সামাজিক সংঘের মাধ্যমে উপজেলা থেকে বাল্যবিবাহ কমিয়ে আনার জন্য ওয়াল ভিশন বাংলাদেশ কাজ করছেন এ জন্য সাধুবাদ জানাই।

মোবারকপুর ইউপি চেয়ারম্যান মাহমুদুর হক হায়দারী বলেন, বাল্য বিবাহ একটি দেশের জন্য অভিশাপ। আইনের বিধি নিষেধ থাকলেও বাল্য বিবাহের প্রবনতা লক্ষ করা যায় প্রতিনিয়ত। তাই বাল্য বিবাহের কুফল ও এর প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। তাহলে বাল্যবিবাহরোধ করা সম্ভব।

উল্লেখ্যঃ প্রত্যেক ইউনিয়নে কার্যনির্বাহী কমিটি গঠন করে প্রত্যেক ইউনিয়নের চেয়ারম্যান কে উপদেষ্টা করে বাল্যবিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধ করতে প্রত্যেকটি ইউনিয়নে শিশু সুরক্ষার জন্য যুব সংঘ তৈরি করা হয়।

অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।

প্রিয় পাঠক অনলাইন নিউজ পোর্টাল দ্যামেইলবিডি.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন themailbdjobs@gmail.com ঠিকানায়।

সর্বশেষ