এ,এম স্বপন জাহান
মধ্যনগর ( সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জে ধর্মপাশায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(১৭ সেপ্টেম্বর)সকাল ১০ টার দিকে উপজেলা প্রসাশনের আয়োজনে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ধর্মপাশা ও মধ্যনগর(অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকারের সভাপতিত্বে র্যালি ও আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোজাম্মেল হোসেন রোকন,ধর্মপাশা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শামীম আহমেদ বিলকিস।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবউদ্দিন,ধর্মপাশা উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ অলিদুজ্জামান,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আব্দুল মোতালেব সরকার,জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান, পাইকুরাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোজাম্মেল হক ইকবাল, ধর্মপাশা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুবায়ের পাশা হিমু, সুখাইর রাজাপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোকাররম হোসেন, জয়শ্রী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সঞ্জয় রায় চৌধুরী, সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম ফরিদ খোকা, বংশকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূরনবী তালুকদার, ধর্মপাশা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম এ রেজা পহেল, মুক্তি যুদ্ধা মোঃ কালা মিয়া, ইউনিয়ন পরিষদের সচিব আবু তাহের প্রমুখ।
এসময় জাতীয় স্থানীয় সরকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে ধর্মপাশা উপজেলা চত্বরে ৩ দিন ব্যাপি উন্নয়ন মেলা উদ্ভোদন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও শীতেষ চন্দ্র সরকার।