তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের কুলাউড়া থানার ওসি আব্দুছ ছালেক ও এএসআই তাজুল ইসলামের সহযোগিতায় মা-বাবাহীন নিখোঁজ সরকারি শিশু পরিবার (বালিকা) শ্রীমঙ্গল এর শিশু ইশরাত জাহান আজমী ফিরে পেলো তার আপন নীড়।
জানা গেছে, শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার (বালিকা) আশ্রয়কেন্দ্রের বাসিন্দা ইশরাত জাহান আজমী। মা-বাবা মারা যাওয়ার পর সেখানে থাকা খাওয়া ও পড়াশুনা করে আসছিলো আদমী। গতকাল বৃহস্পতিবার স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয় সে। এরপর থেকে তার কোন সন্ধান না পেয়ে শ্রীমঙ্গল সরকারি শিশু পরিবার (বালিকা) কর্তৃপক্ষ শ্রীমঙ্গল থানায় সাধারণ ডায়েরী করেন। শুক্রবার (১৫ সেপ্টেম্বর ) দুপুরে কুলাউড়ার রাউৎগাওয়ের মনরাজ এলাকার বাসিন্দা আব্দুল মালিক আজমীকে রাস্তায় স্কুল ড্রেস পরিহিত অবস্থায় দেখে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে নিশ্চিত হোন সে স্কুল থেকে ফেরার পথ ভুলে এখানে চলে এসেছে। খবর পেয়ে ওসি মো. আব্দুছ ছালেক থানার এএসআই তাজুল ইসলামকে সেখান থেকে নিয়ে আসতে পাঠান। আব্দুল মালিকের কাছ থেকে শিশু আজমীকে থানায় নিয়ে আসেন এএসআই তাজুল।
ওসি মো. আব্দুছ ছালেক খোঁজখবর নিয়ে নিশ্চিত হোন আজমী শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার এর বাসিন্দা এবং শ্রীমঙ্গল থানার মাধ্যমে ওই প্রতিষ্ঠানের দায়িত্বরত কর্তৃপক্ষকে খবর দেন। শুক্রবার রাত ১০ টার দিকে শ্রীমঙ্গলের সরকারি শিশু পরিবার এর দায়িত্বরত পীযুষ কান্তি মিত্র থানায় আসেন। পরে ওসি কর্তৃপক্ষের কাছে শিশু আজমীকে তুলে দেন।