রুহুল আমিন (গাজীপুর জেলা প্রতিনিধি)
গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় উজিলাবর গ্রামে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হৃদয় নামে এক যুবকের মৃত্যু হয়েছে। ৭ই সেপ্টেম্বর(বৃহস্পতিবার) সকালে রাস্তার পাশের বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে তার জড়ানো অবস্থায় হৃদয়ের লাশ উদ্ধার করে পুলিশ।হৃদয় ভাংনাহাটি গ্রামের নঈম উদ্দিনের ছেলে।
স্থানীয় এলাকা বাসি জানায়, গত রাতে বৃষ্টি চলাকালে ওই এলাকায় লোডশেডিং হয়। এই সুযোগে ট্রান্সফরমার চুরির চেষ্টা করে একদল চোর।হঠাৎ বিদ্যুৎ চলে এলে এ দুর্ঘটনা ঘটে।
শ্রীপুর থানার (ওসি) এএফএম নাসিম বলেন- লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু হয়েছে।