তিমির বনিক, মৌলভীবাজার প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ‘সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির আর্থ-সামজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্প এবং হাওর অঞ্চলে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এর সুফলভোগীদের মাঝে অনুদান হিসাবে গরু এবং গরুর ঘর নির্মাণ সামগ্রী, হাঁস, মুরগির ঘর ও ছাগল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার শ্রীমঙ্গলে বেলা সাড়ে ১১ টার দিকে সাগরদিঘী রোডস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিঠুন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. কৰ্ণ চন্দ্র মল্লিকের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো: আব্দুস শহীদ। এসময় বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুস ছামাদ, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম সোহেল প্রমুখ।
উল্লেখ্য, সুফলভোগীদের মাঝে ৬৯ টি ষাঁড় বিতরণ, গরুর ঘর নির্মাণের জন্য ৬৯ জনের প্রত্যেক’কে ৪টি আরসিসি পিলার, ৫ টি টিন ও ১৬০টি ইট প্রদান করা হয়। ২০ টা করে ৩৪৫ জনকে হাঁস এবং ২০ টা করে ৩৪৫ জনকে মুরগী দেওয়া হয়। ৬৯০ টি হাঁস-মুরগীর ঘর বিতরণ করা হয়। পাশাপাশি ২০০টি ছাগল ও বিতরণ করা হয়।