মিয়া মোহাম্মদ ছিদ্দিক,কটিয়াদী(কিশোরগঞ্জ)প্রতিনিধিঃ
কিশোরগঞ্জের কটিয়াদীতে সনাতন ধর্মের প্রাণপুরুষ মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব পালিত হয়েছে। বুধবার বেলা ১১টায় পৌর পূজা উদযাপন পরিষদ এর আয়োজনে কটিয়াদী উপজেলা শ্রী শ্রী লক্ষি নারায়ন আখড়া প্রাঙ্গন থেকে এক মঙ্গল শোভাযাত্রা বের করা হয়ে বাজারের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে একইস্থানে এসে শেষ হয়।
শোভাযাত্রায় অংশগ্রহন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডাঃ মোহাম্মদ মুশতাকুর রহমান,কটিয়াদী মডেল থানার ওসি এস এম শাহাদত হোসেম,আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন আহমেদ,ছিদ্দিকুর রহমান ভূইয়া,উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বেণী মাধব ঘোষ,উপজেলা পূজা উদযাপন পরিষদের আহবায়ক বাবু শেখর কান্তি সাহা,যুগ্ন আহবায়ক বাবু দুলাল বর্মন,সিনিয়র সাংবাদিক সারোয়ার হোসেন শাহীন,পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি বাবুজিৎ সাহা,সাধারণ সম্পাদক জনি সাহা প্রমুখ।