স্টাফ রিপোর্টারঃ
বাংলাদেশের মানুষ অসাম্প্রদায়িক চেতনায় বিশ্বাসী ও সমৃদ্ধশালী। এই ধারাবাহিকতা বজায় রেখে সবার সাথে অক্ষুন্নভাবে চলতে হবে। একে অপরের সাথে
ভাতৃত্ব সূলভ আচরন রাখত হবে। বাংলাদেশের মানুষের মধ্যে ভাতৃত্ব বন্ধনে আমাদের সবাইকে অটুট থাকতে হবে। রাজনৈতিক অরাজনৈতিক আন্দোলনে আমরা কখনও অসাম্প্রদায়িক চেতনাকে কলুষিত হতে দেবো না। বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা অসাম্প্রদায়িক চেতনায় মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী। জনগণের কল্যাণে বঙ্গবন্ধুর আদর্শকে সবার মধ্যে ছড়িয়ে দিতে হবে।
বুধবার সকালে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সভাপতি রাধাকান্ত সূএ ধরের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন পৌর মেয়র নাদের বখত।
এসময় তিনি বলেন, বাংলাদেশের মানুষ শান্তিপ্রিয়। সকলের সাথে ভাতৃত্ব বজায় রেখে মিলেমিশে বসবাস করছে।জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র জনগণকে উপহার দেওয়া। তার সেই স্বপ্ন পূরন করে যাচ্ছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ সাহসী মনোভাব নিয়ে দেশকে অসাম্প্রদায়িক চেতনা গড়ে তুলেছে। দেশ বিদেশি মানুষের মধ্যে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার মনোভাব নিয়ে দেশ এগিয়ে যাচ্ছে। দেশের জনগণের জীবনমান উন্নয়ন ও শান্তির লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে অসাম্প্রদায়িক চেতনা কাজ করতে হবে।
সভা শেষে শ্রীকৃষ্ণের শুভ আর্বিভাব মহোৎসব শুভ জন্মাষ্টমী উদযাপন উপলক্ষে কালীবাড়ি মন্দির থেকে শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ডাক ঢোল বাজিয়ে পুনরায় কালীবাড়ি মন্দিরে এসে শেষ হয়।
এসময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, অতিরিক্ত জেলা প্রশাসক রেজাউল করিম,অতিরিক্ত পুলিশ সুপার জাহিদুল ইসলাম খান , রেড় ক্রেসিন্ট সোসাইটির সাধারণ সম্পাদক এড মতিউর রহমান পীর, হিন্দু বৌদ্ধ খিস্টান ঐক্য পরিষদের সভাপতি মন্ডলীর সদস্য মলয় চক্রবর্তী রাজু, সংগঠনের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদের সভাপতি বিমান কান্তি রায়, সাধারণ সম্পাদক বিমল বণিক, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি চন্দন কুমার দাস, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রসেনজিত নন্দী,৪ নং ওয়ার্ড কাউন্সিলর চঞ্চল কুমার লৌহ সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।