দ্যা মেইল বিডি / খবর সবসময়

; ;

দ্যা মেইল বিডি ডট কম

তথ্য মন্ত্রণালয় কর্তৃক নিবন্ধিত অনলাইন পত্রিকা, নিবন্ধন নং- ১১

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) শিক্ষক সমিতি কর্তৃক ‘শোকে-শক্তিতে বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার, ৩১ আগস্ট দুপুর ২ টার সময় বশেমুরবিপ্রবি একাডেমিক ভবনের উত্তর গেট সংলগ্ন স্থানে ১৫ ই আগস্ট সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার স্বজনদের ৪৮ তম শাহদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

শিক্ষক সমিতির সহ-সভাপতি ফায়েকুজ্জামান মিয়ার সঞ্চালনায় ও শিক্ষক সমিতির সভাপতি সালেহ আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডি৮ সিসিআই চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্ট্রির সভাপতি ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং এফবিসিসিআই সাবেক সভাপতি শেখ ফজলে ফাহিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় উপাচার্য প্রফেসর ড. একিউএম মাহবুব, টুঙ্গিপাড়া থানা আওয়ামীলীগ সভাপতি জনাব শেখ আবুল বাশার খায়ের। এছাড়াও অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বশেমুরবিপ্রবি রেজিস্ট্রার মো: দলিলুর রহমান, শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক জাকিয়া সুলতানা মুক্তা, যুগ্ম সাধারণ সম্পাদক বদরুল ইসলাম, সহকারী প্রক্টর সাদ্দাম হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী, বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

বঙ্গবন্ধুকে স্মরণ করে শেখ ফজলে ফাহিম বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং জননেত্রী শেখ হাসিনা আমাদের যে স্বপ্ন দেখিয়েছে আমরা পুরোপুরি সেখানে পৌঁছে পারিনি। আমাদের আরো সুব্যস্থাপনার প্রয়োজন। তবে যে নৌকা আমাদের স্বাধীনতা দিয়েছে, যে নৌকা বাংলাদেশকে মধ্যম আয়ে এনেছে সেই নৌকাই স্মার্ট বাংলাদেশকে ইকো সিস্টেম দিয়ে যাবে আর সেখানে নেতৃত্ব দিবেন আপনারা।’

বশেমুরবিপ্রবি উপাচার্য ড. একিউএম মাহবুব বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের বাঙালির চেতনা। আমরা বাঙালিরা সেই ১৫ই আগস্টের বর্বরতার সাক্ষী। সেদিন আমাদের সবথেকে বড় সম্পদ জাতির পিতাকে আমাদের থেকে কেড়ে নেওয়া হয়েছিলো।’

তিনি আরও বলেন, ‘সামনে আমাদের কঠিন সময় আসতেছে এসময়ে আমাদের সবাইকে একজোঠ হয়ে লড়তে হবে। সকলে মিলে দেশ গড়তে হবে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী বানাতে হবে।’

শিক্ষক সমিতির সভাপতি ড. সালেহ আহম্মেদ বলেন, ‘বাঙালি হিসেবে আমরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার এই দেশের প্রতি, বাংলার প্রতি, বাংলার মানুষের প্রতি যে অবদান তাকে ভুলে যেতে পারি না।আমাদেরকে বঙ্গবন্ধুর আদর্শকে ধারণা করতে হবে। জাতির পিতার আদর্শে ও জননেত্রী শেখ হাসিনার সহায়তায় আমাদেরকে একটা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।’

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওাল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© 2025 Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version