এ,এম স্বপন জাহান
মধ্যনগর উপজেলা প্রতিনিধি:
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা (উ:) ইউনিয়নে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ২৯ আগস্ট বিকাল ৩ ঘটিকার দিকে উপজেলার বংশীকুন্ডা (উ:) ইউনিয়নের মহিষখোলা বাজার সংলগ্ন ইউনিয়ন পরিষদ হলরুমে মাদক, জুয়া, চোরাচালান, বাল্যবিবাহ, সন্ত্রাস, জঙ্গিবাদ, চুরি, ডাকাতি, দাঙ্গা, মারামারি, সাইবার অপরাধ প্রতিরোধ কল্পে”
বিট পুলিশিং ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বংশীকুন্ডা উত্তর ইউপি চেয়ারম্যান নুর নবী তালুকদারের সভাপতিত্বে বিট পুলিশিং সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যনগর থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) এমরান হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন বিট অফিসার এসআই শামীম আল মামুন, সাবেক চেয়ারম্যান জনাব বেলাল হোসেন, ইউনিয়ন পরিষদের সদস্যগন, মহিষখলা বাজার কমিটি, বিভিন্ন পেশাজীবি ও সংঘটনের নেতৃবৃন্দ।
বক্তারা বিট পুলিশিং সভায় এলাকার সার্বিক আইনশৃঙ্খলা বিষয়ে বক্তব্য প্রদানসহ মতবিনিময় করেন।